Thursday, August 28, 2025
HomeScrollবারুইপুর কাণ্ডে উত্তাল বিধানসভা

বারুইপুর কাণ্ডে উত্তাল বিধানসভা

কলকাতা: বুধবার শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের কর্মসূচীতে উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। বারুইপুর পশ্চিম বিধানসভা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনীকেন্দ্র। বিজেপির কর্মসূচী চলার সময় শুভেন্দুর (Suvendu Adhikari) গাড়িতে হামলা চালায় তৃণমূলের কর্মীরা। বিরোধী দলনেতাকে ঘিরে গো ব্যাক স্লোগানও উঠেছিল। শুভেন্দুকে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়কেরা। এদিন বিধানসভার (West Bengal Assembly) গেটের সামনে বসে পড়ে বিজেপি বিধায়করা বিক্ষোভ (BJP Shows Protest WB Assembly) দেখান। বিমানের কুশপুত্তলিকা দাহ করে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) পদত্যাগের দাবি তোলে বিজেপির বিধায়করা।

আরও পড়ুন: তমলুকে শুভেন্দুর মিছিলে অনুমতি হাইকোর্টের

বৃহস্পতিবার বিধানসভায় অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিলে আলোচনা শুরু হতেই বারুইপুরের ঘটনার প্রতিবাদে সরব হন বিজেপি বিধায়কেরা। অধিবেশন চলাকালীন বিধানসবার ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপির বিধায়করা। এরপরই বিধানসভায় ওয়াকআউট করে বিজেপি। দু’নম্বর গেটে সামনে বসে বিক্ষোভ দেখায় বিজেপির বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) পদত্যাগের দাবি তোলে বিজেপির বিধায়করা। বিমানের কুশপুত্তলিকা দাহ করে। বিধায়করা জানিয়ে দেন তারা বিধানসভার অধিবেশনে যোগ দেবেন না। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, ‘‘বিরোধী দলনেতা সব সময়েই বলে থাকেন যে, আমাদের স্পিকার দলদাস। তা আরও এক বার প্রমাণিত হল। স্পিকারের কেন্দ্রে বিরোধী দলনেতার গাড়িতে হামলা হয়েছে! তাই আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি।’’

অন্য খবর দেখুন

Read More

Latest News